HomeEducation

সাম্প্রতিক বাংলাদেশ নিয়ে ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

সাম্প্রতিক বাংলাদেশ নিয়ে ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

সাম্প্রতিক বাংলাদেশ ও অন্যান্য গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর নিয়ে লেখাটি বিশেষ করে অনুসন্ধিৎসু প্রশ্নগুলোর উত্তর দিবে। সাধারন জ্ঞান বৃদ্ধিকরতে অধিকাংশ শিক

One Word Substitution: Boost Your Writing Clarity
Scholarship: Deanship of Graduate Studies in Saudi Arabia
10 Tips to Enhance Your IELTS Listening Skills
Share Please

সাম্প্রতিক বাংলাদেশ ও অন্যান্য গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর নিয়ে লেখাটি বিশেষ করে অনুসন্ধিৎসু প্রশ্নগুলোর উত্তর দিবে। সাধারন জ্ঞান বৃদ্ধিকরতে অধিকাংশ শিক্ষার্থী বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন করেন। সাম্প্রতিক ঘটনা নিয়ে সাম্প্রতিক বাংলাদেশ অধ্যায় রচনা করা হয়েছে।

০১। সর্বজনীন পেনশন কর্মসূচী উদ্বোধন করা হয় কত তারিখ?
উত্তরঃ ১৭ আগস্ট ২০২৩
০২। ঢাকা এলিভেটেট এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয় কত তারিখ?
উত্তরঃ ২ সেপ্টেম্বর ২০২৩
০৩। স্মার্ট বাংলাদেশ দিবস কোন তারিখ?
উত্তরঃ ১২ ডিসেম্বর
০৪। এখন পর্যন্ত বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল কতটি?
উত্তরঃ ৪৪ টি
০৫। দেশের ১৭ তম জিআই পণ্য কোনটি?
উত্তরঃ নাটোরের কাঁচাগোল্লা

Recent General knowledge

সাম্প্রতিক বাংলাদেশ
সাম্প্রতিক বাংলাদেশ


০৬। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হবে কবে?
 উত্তরঃ ২ সেপ্টেম্বর ২০২৩
০৭। প্রথম নারী হিসাব মহা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ পান কে?
উত্তরঃ ফাহমিদা ইসলাম
০৮। স্মার্ট বাংলাদেশ গড়ার চারটি ভিত্তি কী কী?
উত্তর: ১। স্মার্ট সিটিজেন, ২। স্মার্ট সোসাইটি, ৩। স্মার্ট ইকোনমি, ৪।স্মার্ট গভর্ণমেন্ট
০৯। ২০২৩ সালের একুশে পদক প্রাপ্ত দুটি প্রতিষ্ঠানের নাম কি?
উত্তরঃ বাংলাদেশ জাতীয় জাদুঘর (শিক্ষা) ও বিদ্যানন্দ ফাউন্ডেশন (সমাজ সেবা)
১০। একুশে পদক ২০২৩ এ ভাষা আন্দোলনের জন্য কে কে মনোনয়ন পেয়েছেন?
উত্তরঃ ১। খালেদা মনযুর-ই-খুদা, ২। বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক (মরণোত্তর) ও ৩। হাজী মো. মজিবর রহমান।

সাম্প্রতিক প্রশ্নোত্তর সমূহ

১১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করা হবে কবে?
উত্তরঃ ২৮ অক্টোবর ২০২৩
১২। দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ পঞ্চগড়
১৩। দেশের ১৩ তম জিআই পণ্য কোনটি?
উত্তরঃ বগুড়ার দই
১৪। দেশের প্রথম বৈদ্যুতিক চার্জিং স্টেশন কোথায়?
উত্তরঃ তেজগাও, ঢাকা।
১৫। নতুন নিবন্ধিত রাজনৈতিক দলের নাম কী?
উত্তরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)

Read More
George Harrison’s 1971: Role in the Liberation War of Bangladesh

১৬। জিনোম কী?
উত্তরঃ জীবের বৈশিষ্টের জেনেটিক বিন্যাস বা নকশা।
১৭। সম্প্রতি দেশে কোন কোন প্রাণীর জিনোম সিকোয়েন্স আবিষ্কার করা হয়েছে?
উত্তরঃ গরু (মুন্সিগঞ্জ ক্যাটেল), ভেড়া ও হাঁস।
১৮। বঙ্গবন্ধু স্ট্যাচু কোথায় নির্মিত হবে?
উত্তরঃ মাদারিপুরের শিবচরের কাঠালবাড়িতে।
১৯। সম্প্রতি ফোর্বসের তালিকায় বাংলাদেশী কানাডিয়ান প্রবাসীর নাম কী?
উত্তরঃ নবনীতা নাওয়ার।
২০। বঙ্গোপসাগরে কত প্রজাতির মাছ রয়েছে?
উত্তরঃ ৪৭৩ প্রজাতির।
২১। দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুত কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
২২। রামপাল তাপবিদ্যু কেন্দ্রের প্রকল্প ব্যয় কত?
উত্তরঃ ১৬০০০ কোটি টাকা।
২৩। মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু হয় কবে?
উত্তরঃ ২৯ জুলাই ২০২৩।
২৪। সর্বজনীন পেনশনে কয়টি স্কিম রয়েছে?
উত্তরঃ ৪ টি।
২৫ সর্বজনীন পেনশন ব্যবস্থায় স্কিম গুলো কী? কী?
উত্তরঃ প্রবাস ,প্রগতি, সুরক্ষা ও সমতা।

Read More
বাংলাদেশের ১৭ টি জি আই পন্য (GI) (ভৌগোলিক নির্দেশক) পরিচিতি


২৬। বিআরআরআই এখন পর্যন্ত কত প্রকারের ধানের জাত উদ্ভাবন করেছে?
উত্তরঃ ১১৩ প্রকারের।
২৭। সমাপ্রতি উদ্ভাবিত লবন সহিষ্ণু সয়াবিনের দুটি জাতের নাম কী?
উত্তরঃ বিইউ সয়াবিন-৩ ও বিইউ সয়াবিন-৪।
২৮। দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকার নাম কী?
উত্তরঃ অপরাজিতা।
২৯। বাংলাদেশ থেকে সবচেয়ে বেষি ঔষধ রপ্তানি হয় কোন দেশে?
উত্তরঃ মায়ানমার।
৩০। সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থার সদরদপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ উদ্বোধন করা হয়?
উত্তরঃ খাদ্য ও কৃষি সংস্থা (FAO)

আপডেট তথ্যঃ সাম্প্রতিক বাংলাদেশ

সাম্প্রতিক বাংলাদেশঃবর্তমানে বাংলাদেশে শিক্ষাবোর্ড রয়েছে কতটি?
উত্তরঃ ১১ টি। শিক্ষাবোর্ড গুলো হলোঃ

১. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা ।
২. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম।
৩. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা।
৪. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী।
৫.মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।
৬. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল।
৭. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড,সিলেট।
৮. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, দিনাজপুর।
৯. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহ।
১০. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
১১. বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

সাম্প্রতিক বাংলাদেশ
সাম্প্রতিক বাংলাদেশ

বাংলাদেশের নবম ও সর্বশেষ শিক্ষাবোর্ড কোন টি?

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহ।

Read more to know
Asian Nobel -Ramon Magsaysay Award-2023

সাম্প্রতিক বাংলাদেশঃ বর্তমানে দেশে সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি?

উত্তরঃ ১২ টি

  1. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 
    Dhaka South City Corporation (DSCC )
  2. ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 
    Dhaka North City Corporation (DNCC )
  3. চট্টগ্রাম সিটি কর্পোরেশন 
    Chattogram City Corporation (CCC )
  4. রাজশাহী সিটি কর্পোরেশন 
    Rajshahi City Corporation (RCC )
  5. সিলেট সিটি কর্পোরেশন 
    Sylhet City Corporation (SCC )
  6. খুলনা সিটি কর্পোরেশন 
    Khulna City Corporation (KCC )
  7. বরিশাল সিটি কর্পোরেশন 
    Barishal City Corporation (BCC )
  8. রংপুর সিটি কর্পোরেশন 
    Rangpur City Corporation (RPCC )
  9. ময়মনসিংহ সিটি কর্পোরেশন
    Maymansingh City Corporation (MCC)
  10. গাজীপুর সিটি কর্পোরেশন
    Gazipur City Corporation (GCC)
  11. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন
    Narayanganj City Corporation (NCC)
  12. কুমিল্লা সিটি কর্পোরেশন
    Kumilla City Corporation (KCC)

বঙ্গবন্ধু টানেল সম্পর্কিত তথ্যঃ সাম্প্রতিক বাংলাদেশ

২৮ অক্টোবর ২০২৩ সালে দক্ষিণ এশিয়ার প্রথম টানেল উদ্বোধন করা হয় বাংলাদেশে। এই টানেলটির নাম বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান টানেল। টানেলটি চট্রগ্রামের পতেঙ্গা ও আনোয়ারাকে সংযুক্ত করলেও এটি কে কেন্দ্র করে প্রবেশকরেছে এশিয়ান হাইওয়ে ও নিউ সিল্ক রোড।

  • টানেলটির নামঃ বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান টানেল;
  • মোট টিউব ২ টি;
  • আর্থিক সহায়তায় চীন;
  • সম্প্রসারিত সড়ক মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত;
  • মোট দৈর্ঘ ৩৪০০ মিটার বা ৩.৪ কিলোমিটার;
  • প্রকল্প বাস্তবায়নকারীঃ
    • বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ
    • চায়না কমিউনিকেশন এন্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড

FAQ

সাম্প্রতিক বাংলাদেশঃ বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ সাবমেরিন যুগে প্রবেশ করে?

বাংলাদেশ ৪১ তম দেশ হিসেবে বিশ্বের মধ্যে সাবমেরিনের মালিকানা থাকা দেশে প্রবেশ করে। নবযাত্রা ও জয়যাত্রা নামে দুটি সাবমেরিন ক্রয় করে বাংলাদেশ তাদের দেশের নৌবাহিনীর জন্য। চীন থেকে প্রথম এই দুটি সাবমেরিন কেনা হয়।

সাম্প্রতিক বাংলাদেশঃ বাংলাদেশ কততম দেশ হিসেবে স্যাটেলাইট যুগে প্রবেশ করে?

স্যাটেলাইট উৎক্ষেপনকারী দেশ হিসেবে বাংলাদেশ ৫৭ তম দেশ হিসেবে আত্নপ্রকাশ করে। ২০১৮ সালের ১১ মে তারিখে ও বাংলাদেশ সময়ে ১২ মে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপন করা হয়। স্যাটেলাইটটির নামকরন করা হয়েছে বাংলাদেশের স্বাধিনতার স্থপতি বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের নামে। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি উৎক্ষেপনের পর থেকে এ পর্যন্ত আয় করেছে ৩০০ কোটিরও বেশি বাংলাদেশী টাকা।

বাংলাদেশ বিশ্বে কততম পারমানবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে আত্নপ্রকাশ করছে?

বাংলাদেশ বিশ্বে ৩৩ তম পারমানবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে বিশ্বদরবারে আত্নপ্রকাশ করছে। রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে পারমানবিক শক্তি ব্যবহার করছে বাংলাদেশ। ৩৩ তম নিউক্লিয়ার ক্লাবের সদস্য হলো দেশটি। পারমানবিক প্রকল্পটিতে জ্বালানী হিসেবে ব্যবহার করা হবে ইউরেনিয়াম। রুপপুর পরমানবিক বিদ্যুৎ কেন্দ্রের দুটি চুল্লিতে ৩২৬ টি ফুয়েল অ্যাসেম্বলিতে থাকবে প্রায় ৮০ টন ইউরেনিয়াম।

সাম্প্রতিক বাংলাদেশ নিয়ে বর্তমান সময়ের প্রশ্ন

  • বর্তমানে বাংলাদেশে মোট উপজেলা কতটি?
    উত্তরঃ ৪৯৫
  • দেশে নদীবন্দর রয়েছে কতটি?
    উত্তরঃ ৪৩ টি
  • বর্তমানে দেশে গ্যাস ক্ষেত্র কতটি?
    উত্তরঃ ২৯ টি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরএর নাম কি?
    উত্তরঃ আব্দুর রওফ তালুকদার (১২ তম)
  • বাংলাদেশে বিরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা কতজন?
    উত্তরঃ ৪৮৮ জন
  • প্রধান নির্বাচন কমিশনার এর নাম কি?
    উত্তরঃ কাজী হাবিবুল আওয়াল (১৩ তম)

Share Please

COMMENTS

WORDPRESS: 0